ড. এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে গজারিয়ায়.মানববন্ধন

প্রকাশ : 2022-05-20 20:28:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ড. এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে গজারিয়ায়.মানববন্ধন

মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা ড. মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও অভিযোগকারীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বাদ জুমা ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় তাহরিকে খতমে নবুওয়্যাত গজারিয়া থানা শাখার উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মানববন্ধনে উপজেলার বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশগ্রহণ করেন। মানব বন্ধন থেকে তাঁরা মাওলানা ড. মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর নামে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবি জানান। অনতিবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ার করে দেন তারা। তারা আরো বলেন,এনায়েতুল্লাহ আব্বাসী মুক্তিযোদ্ধাদের অবমাননা করে কোনো বক্তব্য প্রদান করেননি বরং তিনি মুক্তিযুদ্ধের সুমহান আদর্শ জাতির সামনে উপস্থাপন করেছেন। টক-শো অনুষ্ঠানে এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়ে বিশেষ একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মামলা করেছে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে গণকমিশন নামে একটি সংগঠন কর্তৃক দেশের ১১৬জন আলেমকে ধর্মব্যবসায়ী উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের নিকট একটি শ্বেতপত্র প্রদান করে। শ্বেতপত্রের বিষয়ে ফেইসবুকে একটি টক-শো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এনায়েতুল্লাহ আব্বাসী। ওই অনুষ্ঠানে দেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।সংগঠনের গজারিয়া থানা শাখার সভাপতি মোঃনিজাম ভূঁইয়া এর সভাপতিত্বে ও সাঃসম্পাদক জিএস শাহীন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,দাউদকান্দি থানা শাখার সভাপতি আলমগীর হোসেন, সাঃসম্পাদক মোঃহাসান,মেঘনা থানা শাখার সভাপতি মোঃরফিক,সাঃসম্পাদক মোঃসুরুজ গাজী,ভবেরচর ঈদগাঁ কমিটির সাঃসম্পাদক মাহাবুবুল হক শাহীন,মুবাল্লীক সাজেদুল বারী আসকারী,আবু সাঈদ,প্রভাষক দেলোয়ার হোসেন,আব্দুল হাই,আনোয়ার হোসেন, জামান হোসেন প্রমুখ।