ডেমরায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ

প্রকাশ : 2022-09-13 12:59:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ডেমরায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ

রাজধানীর ডেমরা থানাধীন বাঁশেরপুল এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে লেগুনার চালক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও আট যাত্রী।

মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) সকাল আনুমানিক ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. রাজিব (৩১)। 

ডেমরা থানার উপপরিদর্শক এসআই মো. তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বাঁশেরপুল নতুন রাস্তার উপরে যাত্রাবাড়ীমুখি ছিল আসিয়ান পরিবহনের যাত্রীবাহী বাসটি, আর লেগুনাটি ছিল ডেমরামুখি। যান দুটির মুখোমুখি সংর্ঘষ হয়।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় লেগুনার চালকসহ যাত্রীদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে লেগুনা চালককে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন। আর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 

এসআই মো. তাজুল ইসলাম বলেন, মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় বাস ও লেগুনাটিকে জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছে। 

আহতরা হচ্ছেন, মো. হৃদয় হোসেন (২২),  আব্দুল বাতেন (৪৫), বাসার (৪০), শান্ত (১৯), আব্দুল গনি (৪৫), মো. হাসান (৪০) ও সাগর (১৮)। অপর একজনের নাম জানা যায়নি। 

নিহত লেগুনা চালক রাজিব দক্ষিণ যাত্রাবাড়ী (৫১/২) ফরিদাবাদ মমতাজ উদ্দিন এর ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।