ডেভিড ক্যামেরন-সহ ৩৯ জন অফিসিয়াল কর্মকর্তাকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশ : 2022-08-02 10:04:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ডেভিড ক্যামেরন-সহ ৩৯ জন অফিসিয়াল কর্মকর্তাকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যের ৩৯ জন অফিসিয়াল কর্মকর্তাকে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে রাখা ও বিশ্বের কাছে নিকৃষ্ট হিসেবে উপস্থাপন করায় সোমবার (১ আগস্ট) এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। খবরে- দ্য স্টার ও রয়টার্স

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়, ব্রিটেনের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, ও গণমাধ্যমকর্মী-সহ মোট ৩৯ জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও লেবার পার্টির বিরোধী নেতা কেয়ার স্টারমারও আছেন। এ নিষেধাজ্ঞা পড়ায় এসব ব্যক্তিগণ রাশিয়ায় প্রবেশ করতে পারবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই ৩৯ জনের রাশিয়াতে প্রবেশকে ‘লন্ডনের বিধ্বংসী অভিযান’ বলে উল্লেখ করা হয়েছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে আন্তর্জাতিক পরিমন্ডল হতে একঘরে করে রাখা এবং সেই সঙ্গে তাদেরকে (রাশিয়াকে) হীনভাবে বিশ্বের কাছে তুলে ধরার কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।