ডেপুটি গভর্নর হলেন হাবিবুর রহমান ও খুরশীদ আলম

প্রকাশ : 2024-02-28 19:32:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ডেপুটি গভর্নর হলেন হাবিবুর রহমান ও খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাবিবুর রহমান ও মো. খুরশীদ আলম। হাবিবুর রহমান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। আর মো. খুরশীদ আলম নির্বাহী পরিচালক। দুজনকেই তিন বছরের জন্য ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাদের নিয়োগের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে মো. হাবিবুর রহমান ও মো. খুরশীদ আলমকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশ ব্যাংকে দুজন ডেপুটি গভর্নর আছেন। তারা হলেন কাজী ছাইদুর রহমান ও নুরুন নাহার। নতুন দুজনকে নিয়োগ দেওয়ায় এখন ডেপুটি গভর্নরের সংখ্যা দাঁড়াবে চারজনে।কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান গবেষণা বিভাগের কর্মকর্তা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে যোগ দেন।