ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক এক
প্রকাশ : 2022-05-23 09:53:19১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে আটক করেছে। আটক আরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের খেজুমদ্দিনের ছেলে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে দক্ষিণ শালিকা গ্রামের গোরস্থান পাড়া এলাকায় তাকে আটক করে। এসময় তার কাছে থাকা ব্যাগের মধ্যে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক বিরোধী অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ উপপরিদর্শক (এসআই) অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার, সহকারী উপপরিদর্শক (এএসআই) হেলাল উদ্দীন ও সহকারী উপপরিদর্শক (এসআই) মাহাতাব উদ্দিন এ অভিযানে অংশ নেন।
ডিবি পুলিশের উপপরিদর্শক অজয় কুমার কুন্ডু জানান, একদল মাদক কারবারী মাদক পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার অপর আসামী একই গ্রামের সাহাব্বুদ্দিনের ছেলে মিঠু মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামালার প্রস্তুতি চলছে।