ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের গ্রেপ্তার করা হবেনা

প্রকাশ : 2023-02-23 12:39:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের গ্রেপ্তার করা হবেনা

‘ডিজিটাল নিরাপত্তা আইনে কোন সাংবাদিকদের গ্রেপ্তার করা হবেনা, এমন একটি প্রশাসনিক আদেশ সব দপ্তরে দেয়া আছে। তবে আইন আকারে পাস করা হয়নি আইন পাস করতে পারে জাতীয় সংসদে। কোন সাংবাদিক আইসিটি এ্যাক্টে হয়রানি হবেন না।

’বুধবার দুপুরে মাদারীপুর সার্কিট হাউজে সাংবাদিকদের নীতি ও নৈতিকতা এবং প্রেসকাউন্সিল আইন- আচরণ বিধি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম এ কথা বলেন। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরো বলেন, দেশের অবস্থার প্রেক্ষিতে ডিজিটাল নিরাপত্তা আইনটি সংসদে পাস করা হয়। তখন সরকার মনে করেছে, তারা সেটি করেছে। এখন বিভিন্ন স্থানে যাওয়ার পরে জানতে পারি, আইনটি সাংবাদিকদের পেশায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বর্তমানে সরকার প্রশাসনিক ভাবে জানিয়েছে যেন কোন সাংবাদিকের উপর আইনটি প্রয়োগ করা না হয়। তবে সেটি আইন হিসেবে পাস হয়নি। পাস করতে পারে জাতীয় সংসদে। 

এসময় সাংবাদিকদের নীতি ও নৈতিকতাএবং প্রেসকাউন্সিল ১৯৭৪ সম্পর্কিত নানা বিষয় তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সদস্য এম জি কিবরিয়া চৌধুরী, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির। এ সময় মাদারীপুর জেলা তথ্য কর্মকর্তা রাফিদ মাহবুব আহমাদ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাজাহানখান, সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস,মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আর মুর্তজা, মৈত্রীমিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদল,মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির সভাপতি শফিক স্বপন, মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মনজুর হোসেন,মাদারীপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদকসাগর হোসেন তামিম প্রমুখ। সেমিনারে মাদারীপুর জেলায় কর্মরত ৬০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। পরে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।