ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারের পদায়ন
প্রকাশ : 2023-09-21 15:38:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
পদায়নকৃত পুলিশ কর্মকর্তারা হলেন- উত্তরা বিভাগের উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ রাইসুল ইসলাম; এসি মো. রওশন আলী ও ডিবি গুলশানের এসি জ্যোতির্ময় সাহা।
অফিস আদেশে ডিএমপির উত্তরা বিভাগের উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ রাইসুল ইসলামকে সচিবালয়-নিরাপত্তা বিভাগে, সচিবালয়-নিরাপত্তা বিভাগের সহকারী কমিশনার মো. রওশন আলীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)-এর দপ্তরের রিসার্চ অ্যান্ড কন্ট্রোল সেন্টারে (এডমিন) এবং ডিবি গুলশানের সহকারী কমিশনার জ্যোতির্ময় সাহাকে উত্তরা বিভাগের উত্তরা জোনে বদলি করা হয়েছে।
ই