ডাসারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশ : 2022-04-16 17:38:14১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ডাসারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মাদারীপুরের ডাসারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ হাসিব-(৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের আইয়ুব আলীর কৃষক ছেলে হাসিব দুপুরে তার জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেয়ার জন্য ব্লোকে যান। এসময় মোটর চালাতে গিয়ে তার হাতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। 

এ ব্যাপারে ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোঃ মতিন হাওলাদার বলেন, জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে হাসিব মাড়া গেছে।