ডাসারে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা
প্রকাশ : 2026-01-15 19:04:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে সামনে রেখে মাদারীপুরের ডাসার উপজেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত হতে যাওয়া প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুমে উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম।
সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা,ভোট গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ সেনাবাহিনীর ডাসার উপজেলা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাইনুল,র্যাব-৮ এর কমান্ডার জামাল, মাদারীপুর জেলার এনএসআইয়ের উপপরিচালক মোঃজিল্লুর রহমান এবং ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)তরিকুল ইসলাম, আনসার ব্যাটালিয়নের ডাসার উপজেলার পরিচালক জয়।সবাই একে অপরের নির্বাচনকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের বিষয়টি তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নি অফিসার মাহাবুবুর রহমান, সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা।
বক্তারা বলেন,আইন ও বিধিমালা মেনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে জনগণের আস্থা অর্জন সম্ভব।একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।