ডাসারে প্রায় পাঁচ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করলেন প্রশাসন
প্রকাশ : 2025-04-24 19:05:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা মাদারীপুরের ডাসারে প্রায় পাঁচ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করলেন প্রশাসন। সরকারি খাল ভরাট ও দখল করে পাকা ও টিনের তৈরী প্রায় শতাধীত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওই জমি উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।
প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ডাসার বাজার সংলগ্ন একটি খাল ভরাট করে অবৈধভাবে ভবন নির্মান কাজ শুরু করেন স্থানীয় প্রভাবশালী সৈয়দ শাহ আলম। পরে ওই দখলদারের বিরুদ্ধে জাতীয় ও স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় ও টিভিতে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর ওই প্রভাবশালী দখলদার উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নেয়ার চেষ্টা করলে দখলদার শাহ আলমের বিরুদ্ধে দুই কোটি টাকার আলাদা দুইটি মামলা দায়ের করেন দুইজন সাংবাদিক। এদিকে এ বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে নড়ে-চড়ে বসেন তারা। পরে জেলা প্রশাসকের দিক নির্দেশনায় প্রভাশালী সৈয়দ শাহ আলমকে তার নির্মান করা অবৈধস্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন। অপরদিকে সম্প্রতি বালিগ্রাম ইউনিয়নের সানমন্দি বাজার থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার গুরুত্বপূন বরিশাল খাল ও সড়কের পাসের সরকারি জমি দখল করে নির্মানাধীণ প্রায় শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে করে প্রায় পাঁচ কোটি টাকার মূল্যের সরকারি জমি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন।
দখলদার সৈয়দ শাহ আলম বলেন, সরকারি জমিতে আমার নির্মানাধীন ভবন আমি নিজে সরিয়ে নিয়ে যাবো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, অবৈধভাবে নির্মান করা প্রায় শতাধীক অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে। এবং সরকারি খাল ভরাট করে বভন নির্মানকারী শাহ আলমকে তা সরিয়ে নেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। তবে উদ্ধারকৃত সরকারি জমির মূল্য প্রায় পাঁচ কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।