ডাসারে চোলাইমদ ও মদ তৈরির সরঞ্জামাদিসহ ১৫ লিটার মদ উদ্ধার
প্রকাশ : 2022-08-10 19:45:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের ডাসারে গভীর রাতে অবৈধ মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে চোলাইমদ ও মদ তৈরির সরঞ্জামাদিসহ ১৫লিটার মদ উদ্ধার করে ডাসার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে এস আই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (৯ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলার পশ্চিম দর্শনা মধু সুধন দে এর বসত ঘরের পিছনে খুপড়ি ঘরে অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ তৈরির মুলহোতা মধু সুধন দে(৫০) ঘর থেকে পালিয়ে যায়। সে উপজেলার পশ্চিম দর্শনার মৃত মাদব চন্দ্র দে এর ছেলে।এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ১৫ লিটার মদ তৈরির সরঞ্জাম, একটি নীল ড্রাম, দুটি সিল বারের পাতিল ও একটি প্লাস্টিকের খালি বোতল উদ্ধার করে।পলাতক আসামি মধু সুধনের বিরুদ্ধে মাদকদ্রব্য মদ তৈরির সরঞ্জাম ও কাঁচামাল নিজ হেফাজতে রাখার অপরাধে ডাসার থানায় একটি মামলা হয়েছে।
এবিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান জানান, মদ তৈরি এবং বিক্রি করার গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৫ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম ও কাঁচামাল উদ্ধার করা হয়েছে।অবৈধ মদ তৈরির দায়ে মাদক দ্রব্য আইনে ডাসার থানায় একটি মামলা রুজু হয়েছে।তিনি আরও বলেন ডাসার থানাকে মাদকমুক্ত রাখতে থানা পুলিশ সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় আরো জানা গেছে,মধুসুধন ২বছর আগে তিন বস্তা মদসহ আটক হয়েছিল সে মামলা এখনও চলমান রয়েছে।