ডাসারে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : 2022-08-17 15:35:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের ডাসারে ৬২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিপন আকন-(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার বালীগ্রাম ইউনিয়নের সনমন্দী এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত রিপন আকন সদর উপজেলার ছয়না গ্রামের ইসলাম আকনের ছেলে। আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডাসার থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামানের দিক নির্দেশনায় এস.আই রিপন মোল্লা সঙ্গীয় ফোর্সনিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বালিগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ রিপন আকনকে ৬২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এবং এ সময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল উদ্ধার করা হয়। এদিকে মাদক ব্যবসায়ী রিপন আকনের সাথে থাকা সদর উপজেলার কুকরাইল গ্রামের রমিজ বেপারীর ছেলে মাদক ব্যবসায়ী কটন বেপারী-(৩৫) পালিয়ে যায়।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আটককৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ ডাসার থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আটককৃত আসামী রিপন ও পলাতক আসামী কটনের বিরুদ্ধে ডাসার থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।