ডাসারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : 2025-10-10 19:16:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের ডাসারে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান সেরনিয়াবাত (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে পুলিশ।আজ শুক্রবার (১০ আক্টোবর) ভোর রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার এসআই মেহেদী হাসান সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো.হাসান সেরনিয়াবাত গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রামের কালাম সেরনিয়াবাতের ছেলে।ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,মো.হাসান সেরনিয়াবাতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।আজ শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।