ডাক্তার জোবায়দার রায় নিয়ে ফখরুলের মন্তব্য আদালত অবমাননার শামিল: আইনজীবী

প্রকাশ : 2022-04-16 13:34:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ডাক্তার জোবায়দার রায় নিয়ে ফখরুলের মন্তব্য আদালত অবমাননার শামিল: আইনজীবী

ডাক্তার জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য আদালত অবমাননার শামিল। 

শনিবার ১৬ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান এ দাবি করেন। তিনি বলেন, ‘বিচার বিভাগকে সরকার নিয়ন্ত্রিত বলেছেন মির্জা ফখরুল সাহেব। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের করা লিভ-টু-আপিল সম্প্রতি খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। 

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি করে দুদক। এতে তাকে সহযোগিতার অভিযোগে তার স্ত্রী জোবায়দা রহমান এব শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়।

২০০৮ সালে তাদের বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দেয়া হয়। পরে তা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জোবায়দা রহমান।  তবে ২০১৭ সালে তার আবেদন খারিজ হয়ে যায়। 

ওই মামলায় ৮ সপ্তাহের মধ্যে জোবায়দা রহমানকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়। ওই সময়ই এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন তিনি।