ঠান্ডাকে আটকের প্রতিবাদে বাগেরহাট জেলা বিএনপির নিঃশর্ত মুক্তি দাবী

প্রকাশ : 2022-10-17 19:36:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঠান্ডাকে আটকের প্রতিবাদে বাগেরহাট জেলা বিএনপির নিঃশর্ত মুক্তি দাবী

বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপি নেতা আহসান হাবীব ঠান্ডাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। ওই বিবৃতিতে আহসান হাবীব ঠান্ডার নিঃশর্ত মুক্তির দাবীও জানানো হয়। গত ১৬ অক্টোবর রাতে আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা প্রতিবাদ এবং মুক্তির দাবী জানানো হয়। 

আহসান হাবীব ঠান্ডা চিতলমারী উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত ১৬ ই অক্টোবর গভীর রাতে আহসান হাবিব ঠান্ডাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে চিতলমারী থানা পুলিশ। এদিনই তাকে নাশকতা মামলায় শোন এ্যরেস্ট দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।