ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় দেড় ঘন্টা বিলম্ব, যাত্রীসহ পথচারীর দূর্ভোগ
প্রকাশ : 2022-11-05 18:27:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেটে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় দেড় ঘন্টা চেস্টা চালিয়ে ইঞ্জিনটি সচল করে সান্তাহার থেকে রাজশাহী উদ্দেশ্যে ছেড়ে যায়। ফলে ট্রেনের যাত্রীদের পাশাপাশি দূর্ভোগে পড়তে হয় পথচারীসহ যানবাহন চালকদেরও।
সান্তাহার জংশন স্টেশনে সুত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮ টায় পার্বতীপূর থেকে ছেড়ে আসা রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি জাফরপুর স্টেশন পার হওয়ার পর থেকেই ট্রেনের ইঞ্জিনে গতি কমে যায় এবং চালক ধীর গতিতে সান্তাহার স্টেশনে নিয়ে আসার চেস্টা করলে সান্তাহার রেলগেটে পৌঁছালে ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। এরপর চালক ট্রেনের ইঞ্জিনটি বন্ধ করে দেয়। পড়ে ইঞ্জিনটি সচল করার জন্য সান্তাহার কারিগরি বিভাগ (লকো) লোকবল এসে প্রায় দেড় ঘন্টা চেস্টা করে ইঞ্জিনটি চালু না হওয়াই স্টেশন মাস্টার ইশ্বরর্দী থেকে রিলিপ ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যাওয়ার বার্তা পাঠায়। সান্তাহার লকো প্রকৌশলি সর্বাত্বক চেস্টা চালিয়ে ইঞ্জিনটি সচল করে এবং সকাল ১০ টায় উত্তরা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। ইতিমধ্যে ইশ্বরর্দী থেকে ছেড়ে আসা রিলিপ ইঞ্জিনটি নাটোর পৌছালে নাটোর স্টেশন থেকে ফেরত পাঠানো হয়। অপরদিকে ইঞ্জিনটি রেলগেইটের উপর বিকল হওয়ায় প্রায় দুই ঘন্টা রেলগেইটি বন্ধ থাকে এতে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে সান্তাহার জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল খালেক বলেন, উত্তরা ট্রেনের ইঞ্জিনটি সান্তাহার রেলগেটে বিকল হওয়াই সান্তাহার লকো কারিগরি বিভাগের লোকজন ইঞ্জিনটি মেরামত করে সচল করে এবং ইঞ্জিনটি সচল হওয়াই ট্রেনটি নিয়ে ১০ টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।