ট্রাম্পের ইউক্রেনকে ২০ হাজার কোটি ডলার সহায়তা প্রদানের কথা মিথ্যা

প্রকাশ : 2025-02-03 15:06:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ট্রাম্পের ইউক্রেনকে ২০ হাজার কোটি ডলার সহায়তা প্রদানের কথা মিথ্যা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনকে সামরিক ও অন্যান্য খাতে সহায়তাবাবদ মোট যে অর্থ প্রদান করেছে ওয়াশিংটন— তা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সেইসঙ্গে তিনি বলেছেন, ইউক্রেনকে সহায়তাবাবদ ২০ হাজার ডলার প্রদান করা হয়েছে বলে যে অভিযোগ ট্রাম্প করেছেন, তা ‘সঠিক নয়’।

গত মাসে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, “আমরা এ পর্যন্ত ইউক্রেনকে ২০ হাজার কোটি ডলারেরও বেশি পরিমাণ অর্থ সহায়তা প্রদান করেছি। এই পরিমাণ অর্থ এমনকি ইউরোপীয় ইউনিয়নও দেয়নি। ”

সম্প্রতি মার্কিন সংবদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। সেখানে  ট্রাম্পের এই মন্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “সামরিক সহায়তা বাবদ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন ২০ হাজার কোটি ডলার গ্রহণ করেছে— এটি সঠিক তথ্য নয়। সহায়তার এই বিপুল অর্থ কোথায় গিয়েছে আমি জানি না। এমন হতে পারে যে মার্কিন প্রশাসনের কাগজপত্রে এই সংখ্যা লিখিত আছে।”

জেলেনস্কি আরও বলেন, “আমি (ট্রাম্প প্রশাসনের সঙ্গে) তর্ক করতে চাই না এবং ওয়াশিংটন আমাদের জন্য এ পর্যন্ত যা যা করেছে, সেজন্য আমরা যুক্তরাষ্ট্র ও সেখানকার জনগণের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কিন্তু সত্য হলো, যে আমরা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ৭ হাজার ৬০০ কোটি ডলার পেয়েছি। এই সহায়তার মধ্যে নগদ অর্থের পরিমাণ ছিল খুবই কম। ৭ হাজার কোটিরও বেশি ডলার সমমূল্যের অস্ত্র ও গোলবারুদ দেওয়া হয়েছে। এমনটা হতেই পারে যে ইউক্রেনে হয়তো যুক্তরাষ্ট্রের একাধিক মানবিক সহায়তা বিষয়ক প্রকল্প আছে, যেগুলোর ব্যাপারে আমি হয়তো অবগত নই; কিন্তু আমি সত্যিই জানি না যে সহায়তার এই ২০ হাজার কোটি ডলার কোথায় গেল।”

উল্লেখ্য, ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি প্রদান না করা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য তদবিরের জেরে কয়েক বছর টানাপোড়েনের পর গত ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। প্রেসিডেন্ট পুতিন নিজে এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন। এ অভিযানে গত প্রায় তিন বছরে উভয়পক্ষের হাজার হাজার সামরিক-বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এ যুদ্ধ বাঁধার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। যতদিন তিনি ক্ষমতায় ছিলেন, ততদিন ইউক্রেনকে সহায়তা প্রদান করেছে ওয়াশিংটন।

তবে ডোনাল্ড ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টির অনেক সদস্য ইউক্রেনকে সহায়তা প্রদানের বিপক্ষে ছিলেন। ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে ইসরায়েল ও মিসর ব্যতীত অন্য সব দেশে মার্কিন সহায়তা প্রদান ৯০ দিনের জন্য স্থগিতও করেছেন তিনি।

সূত্র : আরটি।

সা/ই