ট্রাকচাপায় প্রাণ হারালেন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা
প্রকাশ : 2023-01-24 13:04:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকচাপায় আব্দুল লতিফ (৪৭) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে ওই উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের রমণীগঞ্জ নারিকেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফ গ্রামীণ ব্যাংকের বড়খাতা শাখায় মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আব্দুল লতিফ মোটরসাইকেলে তিস্তা ব্যারাজের দিকে যাচ্ছিলেন। সে সময় তিস্তা ব্যারাজ থেকে আসা বড়খাতাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাতীবান্ধা হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ট্রাকটিকে আটক করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘নিহতের পরিবার এবং স্থানীয় গ্রামীণ ব্যাংকের দায়িত্বরত কর্মকর্তাকে খবর পাঠানো হয়েছে। পরিবার ও ব্যাংকের লোকজন আসলে এই ঘটনায় মামলা করা হবে।’