টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তলানিতে বাংলাদেশ, শীর্ষে ভারত

প্রকাশ : 2022-02-21 14:20:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তলানিতে বাংলাদেশ, শীর্ষে ভারত

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে র‌্যাংকিংয়ে এগিয়ে গেল ভারত। সম্প্রতি আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ইংল্যান্ডকে টপকে শীর্ষস্থান দখল করে নিল রোহিত শর্মার দল।

দুইয়ে অবস্থান করছে ইংলিশরা। রোববার (২০ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ১৭ রানে জয় পায় ভারত। এই জয়ের পর তাদের রেটিং পয়েন্ট এখন ২৬৯। ইংল্যান্ডের রেটিং পয়েন্টও ২৬৯। তবে ভগ্নাংশের ব্যবধানে কিছুটা এগিয়ে থাকায় এক নম্বরে অবস্থান ভারতের।

সমান পয়েন্ট থাকা দুই দলই সমান ৩৯ ম্যাচ খেলেছে। যেখানে ভারতের পয়েন্ট ১০ হাজার ৪৮৪। অপরদিকে ইংল্যান্ডের পয়েন্ট ১০ হাজার ৪৭৪।

২৬৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে পাকিস্তান, ২৫৫ রেটিং পয়েন্ট নিয়ে চারে নিউ জিল্যান্ড, ২৫৩ রেটিং পয়েন্টে পাঁচে দক্ষিণ আফ্রিকা। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রয়েছে ছয়ে, ২৪৯ রেটিং পয়েন্ট নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে রোববার শেষ হওয়া টি-টোয়েন্টিতে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় তারা।

২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ২৩২ রেটিং পয়েন্টে আটে রয়েছে আফগানিস্তান।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট সমান ২৩১ হলেও ভগ্নাংশের ব্যবধানে সামান্য এগিয়ে থাকায় নয়ে আছে লঙ্কানরা, বাংলাদেশ রয়েছে দশে। ১১ নম্বরে ১৯২ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে জিম্বাবুয়ে।