টি-টোয়েন্টি বিশ্বকাপ দল নিয়ে বিপাকে বিসিবি, অপেক্ষা তাসকিনের!
প্রকাশ : 2024-05-13 13:49:19১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচের একাদশে ছিলেন না তারকা পেসার তাসকিন আহমেদ। অনেকেই মনে করেছিলেন অন্যদের সুযোগ দিতে তাসকিনকে বিশ্রাম দেয়া হয়। তবে শেষ পর্যন্ত জানা যায় সাইড স্ট্রেইনে আক্রান্ত বাংলাদেশের প্রধান স্ট্রাইক বোলার। তাতেই দুঃশ্চিন্তা তৈরি হয়েছে টিম ম্যানেজমেন্টের। তবে কী এবারও বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন তাসকিন আহমেদ?
বিসিবির নির্বাচকদের বক্তব্য অনুযায়ী রোববার (১২ মে) জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির পর বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। কিন্তু ওই দিন বিকেল পেরিয়ে রাত হলেও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয়নি। পরবতীতে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে, সোমবার (১৩ মে) হতে পারে বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা।
তবে আজ সকাল গড়িয়ে দুপুর হতে চললো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চুপচাপ। বিশ্বকাপের দল ঘোষণা কখন, কোথায় করা হবে- সে সম্পর্কে কিছুই জানাচ্ছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, তাসকিন আহমেদের জন্যই মূলত অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট। তার সাইড স্ট্রেইনের এমআরআই করানো হয়েছে। সেই রিপোর্টটা হাতে পেলেই ডাক্তাররা তাসকিনের ব্যাপারে ঘোষণা দেবেন। তারপরই দল ঘোষণা করা হবে। যদিও আজ বিশ্বকাপের দল ঘোষণা হবে কিনা, সে সম্পর্কে বিসিবির কেউই নিশ্চিত করে কিছু বলেনি।
অপরদিকে আগামী ১৫ মে দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে ওঠার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। আবার ১৫ তারিখই দিনের বেলা হয়তো বিশ্বকাপ উপলক্ষে অফিসিয়াল প্রেসমিট এবং ফটোসেশন হতে পারে। সে হিসেবে আজই দল ঘোষণা করার কথা বিসিবির।
তাসকিনের এমআরআই রিপোর্ট সম্পর্কে বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘আমরা তাসকিনের রিপোর্টের জন্য মূলত অপেক্ষা করছি। পেলেই জানাবো। তার রিপোর্ট এই বেলাও হাতে পেয়ে যেতে পারি।’
ই