টি-টোয়েন্টিতেও ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ছাড়লো ভারত
প্রকাশ : 2022-02-21 11:26:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
১৮৫ রানের লক্ষ্যটা কম ছোট নয়। তবুও, এই লক্ষ্য তাড়া করতে নেমে বেশ লড়াই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ পর্যন্ত পারেনি। নিকোলাস পুরানের ৪৭ বলে ৬১ রানের ইনিংস সত্ত্বেও ক্যারিবীয়রা থেমে গেছে ১৭ রান আগে। অর্থ্যাৎ, এই ১৭ রানের ব্যবধানে ম্যাচ জিতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইওয়াশ করলো ভারত।
ক্যারিবীয়রা ভারত সফরের শুরুতে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়ানডে সিরিজে। এবার হলো টি-টোয়েন্টি সিরিজেও। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তারা হারলো ৩-০ ব্যবধানে।
কলকাতার ইডেন গার্ডেনে রোববার টস হেরে ব্যাট করতে নেমে ভারত সংগ্রহ করেছিল ৫ উইকেটে ১৮৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ থেমে যায় ৯ উইকেটে ১৬৭ রানে। এই ম্যাচে দাপট দেখালেন ভারতীয় বোলাররা। দীপক চাহার, ভেঙ্কটেশ আয়ার ও শার্দূল ঠাকুর নেন ২টি করে উইকেট। হার্ষাল প্যাটেল নেন ৩টি উইকেট।
ভারতের বড় স্কোর তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারায় ক্যারিবিয়ানরা। দীপক চাহারের বলে ৬ রানে আউট হন কাইল মায়ার্স। ইশান কিশান উইকেটের পিছনে তার ক্যাচটি ধরেন। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ৬।
চাহার আবার ধাক্কা দেন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। এবার চাহারের বলে ৮ রানে ফেরেন শাই হোপ। ক্যারিবিয়ানরা ২৬ রানে হারায় দ্বিতীয় উইকেট। দীপক চাহার বল হাতে তখন ছন্দে।
কিন্তু আচমকাই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। যার ফলে ক্যারিবীয়রাও কিছুটা খেলায় ফেরার চেষ্টা করে। শুরুর বিপর্যয় সামলে ইনিংস গড়ার কাজ করেন রোভম্যান পাওয়েল এবং নিকোলাস পুরান। দু’ জনে ৪৭ রানের জুটি গড়েন।
এই জুটি ভাঙেন হার্ষাল প্যাটেল। পাওয়েলের (২৫) ক্যাচ ধরেন শার্দুল ঠাকুর। কাইরন পোলার্ড আউট হন ৫ রান করে। পোলার্ড নিজেই উইকেট ছুঁড়ে দিয়ে আসলেন। ভেঙ্কটেশ আয়ারকে মারতে গিয়ে রবি বিষ্ণোইয়ের হাতে ধরা পড়েন ক্যারিবীয় অধিনায়ক। জ্যাসন হোল্ডারও আউট হন ২ রান করে। তিনি হলেন ভেঙ্কটেশ আইয়ারের শিকার।
বেশিক্ষণ টিকতে পারেননি রস্টন চেজ, ১২ রান করে হার্ষাল প্যাটেলের বলে বোল্ড হন তিনি। ভাঙনের মুখে লড়লেন কেবল নিকোলাস পুরান। ৬১ রান করেন তিনি।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই জিতে নিয়েছিলেন রোহিত শর্মারা। রোববারের ম্যাচ ছিল নিয়মরক্ষার। কিন্তু ভারত নিয়মরক্ষার ম্যাচ হিসেবে দেখেনি। বরং পোলার্ডদের হোয়াইটওয়াশ করাই ছিল লক্ষ্য। সেটাই শেষ পর্যন্ত অর্জন করে নিলো তারা।