টিকিট কাউন্টার থেকে মাদকসেবীর রক্তাক্ত লাশ উদ্ধার
প্রকাশ : 2024-05-08 16:56:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টিকিট কাউন্টারের যাত্রী ছাউনীর নিচে থেকে স্বপন সরদার (৩৮) নামের এক মাদকসেবীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০ টায় সান্তাহার জংশন স্টেশন টিকিট কাউন্টারের যাত্রী ছাউনীর নিচে থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বপন সরদার উপজেলার সান্তাহার পৌর শহরের খাড়ীর ব্রীজ এলাকার মৃত আহমাদ সরদারের ছেলে।
স্থানীয় কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম জানান, বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্তে জড়িয়ে পড়েন স্বপন সরদার। গত কয়েকদিন আগে বাড়ি থেকে বেড়িয়ে আসেন তিনি। মঙ্গলবার রাতে খবর পায় স্বপন মারা গেছে। তার মৃতদেহ সান্তাহার জংশন স্টেশন টিকিট কাউন্টারের যাত্রী ছাউনীর নিচে পড়ে রয়েছে। প্রত্যক্ষদর্শী এক নারী জানান, কয়েকদিন ধরে তাকে দেখছি শরীরের গোপন অঙ্গের পাশে এ্যাম্পুল ইনজেকশন করছে। সেখানে ঘা হয়ে ফুলে ফেটে যায়। এ কারনে প্রচুর রক্তক্ষরণ হয়ে সে মারা যায়।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মাদকাসক্ত। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।