টিকা না নিয়ে অফিসে যাওয়ায় সিএনএনের ৩ কর্মী বরখাস্ত

প্রকাশ : 2021-08-06 14:06:14১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

টিকা না নিয়ে অফিসে যাওয়ায় সিএনএনের ৩ কর্মী বরখাস্ত

করোনা ভাইরাসের টিকা না নিয়ে অফিসে যাওয়ার কারণে তিন কর্মীকে বরখাস্ত করেছে সিএনএন। বলা হয়েছে, কোম্পানির নিয়ম লঙ্ঘন করেছেন তারা। সিএনএনের প্রধান জেফ জাকার বরখাস্ত করা ওইসব কর্মীকে বৃহস্পতিবার পাঠানো এক মেমোতে এ কথা জানিয়ে দিয়েছেন। এতে তাদেরকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, অফিসে আসা বা বাইরে যেকোনো কাজে গেলে, যদি অন্যদের সংস্পর্শে আসতে হয়- তাহলে তাদেরকে টিকা নেয়া কোম্পানির নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক। ওয়ার্নার মিডিয়ার নিউজ এবং স্পোর্টস বিষয়ক চেয়ারম্যান জেফ জাকার। তিনি মেমোতে লিখেছেন- আমি পরিষ্কার করে বলতে চাই, এই নীতিতে আমাদের শূন্য সহনশীলতা আছে। প্রথমে এ নিয়ে টুইট করেন সিএনএনের সাংবাদিক অলিভার ডারসি। এরপরই ওই মেমো নাগালে পায় বার্তা সংস্থা এপি।

তবে বরখাস্তকরণ সম্পর্কিত বিষয়ে সিএনএন বিস্তারিত কিছু বলেনি অথবা ওই তিন কর্মী কোথা থেকে কাজ করেন তাও জানা যায়নি। সিএনএনের বেশির ভাগ অফিস স্বেচ্ছাভিত্তিতে খোলা রয়েছে। জেফ জাকার বলেছেন, তাদের নিউজ বিষয়ক স্টাফদের মধ্যে এক তৃতীয়াংশের বেশি কাজে ফিরেছেন। 

তিনি আরও বলেছেন, টিকা নেয়ার প্রমাণটা ‘অনার সিস্টেম’। এটা সামনের সপ্তাহগুলোতে পরিবর্তন হতে পারে। আটলান্টা, ওয়াশিংটন ডিসি এবং লস অ্যানজেলেসের অফিসগুলোতে মুখে মাস্ক পরতে বলা হয়েছে। যেসব অফিসে মাস্ক পরা বাধ্যতামূলক নয়, সেখানে স্টাফদের স্বাচ্ছন্দ্যে কাজ করা উচিত। এক্ষেত্রে কোনো প্রতিশোধ বা কোনো অন্যায় আচরণ করা হবে না। সিএনএন মেমোতে বলেছে, ৭ই সেপ্টেম্বর পর্যন্ত সব অফিসে উপস্থিতির সিদ্ধান্ত বিলম্বিত করা হবে। তা পিছিয়ে কমপক্ষে মধ্য অক্টোবর পর্যন্ত করা হবে। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে অন্য মিডিয়া কোম্পানিগুলোও একই রকম সিদ্ধান্ত নিচ্ছে।