টানা আটদিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর
প্রকাশ : 2024-04-10 11:01:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
টানা আটদিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর।ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের ছুটিতে বন্দরটিতে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ঘোষনা দিয়েছে সংশ্লিষ্টরা।
চতুর্থদেশীয় এইবন্দরে এই কয়দিন মালামাল উঠা-নামা বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ। সোমবার ৮ এপ্রিল থেকে ১৫ এপ্রিল বন্দর কর্তৃপক্ষ এই ঘোষনা দেন। এ সময় বন্দরটি দিয়ে ভারত-নেপাল ও ভূট্রান দিয়ে আনা নেওয়া বন্ধ থাকবে।তবে ইমিগ্রেশন দিয়ে মানুষের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানান ইমিগ্রেশন ওসি অমৃত অধিকারী ।
বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশন, আমদানি রফতানিকারক গ্রুপ ও ভারতের ফুলবাড়ি এক্্রপোর্ট এর্ম্পোটার এন্ড ওয়েল ফেয়ার এসোসিয়েশন নেতৃবৃন্দের এই সিদ্ধান্ত নিয়েছেন। টানা আটদিন পর ১৬ এপ্রিল যথা নিয়মে আবার চালু হবে বন্দরটি।