টাইফয়েড জ্বর থেকে মুক্তির লক্ষ্যে মাদারীপুরে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের অবহিত করন সভা
প্রকাশ : 2025-08-18 18:26:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

, আগামী ১২ অক্টোবর সারাদেশে টাইফয়েড জ্বর থেকে রক্ষার লক্ষে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ কর্মসূচীর অংশ হিসেবে ইউনিসেফ ও ওয়াল্ড হেল্থ প্রোগ্রামের আওতায় সোমবার সকালে মাদারীপুর পৌরসভার সার্বিক তত্বাবধানে পৌরসভা মিলণায়তনে অনুষ্ঠিত হয়েছে। মদারীপুর পৌরসভার প্রশাসক মুহাম্মদ হাবিবুল আলম উপ সচিব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডা: হরষিত বিশ্বাস ,বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা: আব্দুল্লাহ্ অজর,মাদারীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এবিএম গোলাম সরোয়ার, শিক্ষক প্রতিনিধি মাহবুব হাসান রিপন প্রমুখ।
জানাগেছে,এ টিকা ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের মাঝে দেওয়া হবে। টাইফয়েড এর সঠিক চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে বলে বক্তারা বক্তারা জানান। এ টিকা দিলে টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা পাবে বলে জানা যায়। অবহিত করণ সভায় বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ১শ'জন প্রতিনিধিগণ অংশ নেয়।