টঙ্গীবাড়ীর পুরা উচ্চ বিদ্যালয় প্রধান সড়ক বেহাল অবস্থা
প্রকাশ : 2022-05-22 20:38:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পুরা উচ্চ বিদ্যালয় সড়কে খানাখন্দে যাতায়াত ভোগান্তি চরমে সংস্কার অভাবে ক্ষতিগ্রস্ত সড়ক-ধসে পড়ছে পুকুরে। মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং ও কামারখাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক পুরা উচ্চ বিদ্যালয় সড়ক। সংস্কার অভাবে খানাখন্দে ভরা সড়কটিতে যাতায়াত ভোগান্তি বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্হানীয়রা জানান, সড়কটি কামারখাড়া ইউনিয়নের বেশনাল কবরস্থান হতে পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে বাঘিয়া বাজার দিয়ে কালীবাড়ীর দিকে চলে গেছে। যশলং এবং কামারখাড়া ইউনিয়নের হাজারো মানুষ দিঘিরপাড়, কামারখাড়া, কালীবাড়ী হয়ে উপজেলার বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন ।