টঙ্গীবাড়ীর আন্তঃ ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২

প্রকাশ : 2022-05-25 19:54:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

টঙ্গীবাড়ীর আন্তঃ ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২

মুন্সীগঞ্জ জেলার টঙ্গবাড়ী উপ‌জেলার যশলং ইউনিয়ন পরিষদের  সার্বিক তত্বাবধানে আজ   ২৫‌শে মে ২০২২রোজ বুধবার টঙ্গীবাড়ীর যশলং পুরা দূর্গাচরণ উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃ ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ অনু‌ষ্ঠিত  হয় ।

নীট কনশাল ম‌ডেল স্কুল পূর্বমকাহা‌টী শিক্ষক মোঃআঃ ক‌রিম সঞ্চালনায়,  বয়হাল সরকারী প্রাঃ‌ বিদ‌্যাল‌য়ের প্রাত্তন  প্রধান  শিক্ষক মোঃ ও‌জির আলীর উপস্হাপনায়  প্রধান অতিথি হিসা‌বে উপস্হ‌িত ছি‌লেন যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসমাইল খান (বাবু)।

বিশেষ অতিথি হিসা‌বে উপস্থিত ছি‌লেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলী মাঝি,সহকারী উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ সিংহ।

উল্ল‌েখ  যশলং র ৯ টি সরকারী প্রাঃ‌বিদ‌্যাল‌য়ের  মোট ১৮০০শত ছাত্র/ছাত্রীজন  তিন‌টি বিভা‌গে ( ক,খ ও গ)  প্রতি‌যো‌গিতায় অংশগ্রহন ক‌রেন ।

খেলা শে‌ষে বিজয়ী‌ ছাত্র/ছাত্রী মা‌ঝে পুরুস্কার তু‌লে দেন  প্রধান অ‌তি‌থি যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ ইসমাইল খান (বাবু)।