টঙ্গীবাড়ীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু
প্রকাশ : 2023-10-25 18:12:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
টঙ্গীবাড়ীতে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার দুপুরে উপজেলার দোরাবতী গ্রামের রমজান শেখের ছেলে আবির শেখ(২৩) বাড়ির পাশের জমিতে ধনিচা উঠাতে গেলে তাকে সাপে কামড় দেয়। পরিবারের লোক প্রথমে আবিরকে টঙ্গীবাড়ী উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মুন্সীগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে নিলে বিকাল ৩টায় সে মৃত্যু বরন করেন। আবিরের পিতা রমজান জানায় টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আবিরকে নিয়ে ভ্যাকসিন দিতে দেরি হয়ে যাওয়ায় তার ছেলের মৃত্যু হয়েছে।
ই