টঙ্গীবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2026-01-19 16:57:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

টঙ্গীবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার, ১৯ জানুয়ারি, সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাদবর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো. আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম পিন্টু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম হাওলাদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মান্নান মৃধাসহ উপজেলার বিভিন্ন পেশা ও শ্রেণির প্রতিনিধিগণ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে মাদক নির্মূল কার্যক্রম জোরদার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা, আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সড়ক নিরাপত্তা, চুরি ও ছিনতাই প্রতিরোধ, সামাজিক অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়।