টঙ্গীবাড়ীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

প্রকাশ : 2022-10-15 21:35:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

টঙ্গীবাড়ীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

 

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপ‌জেলার যশলং ইউ‌নিয়‌নের  বায়হাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রাক্তন ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি পরিচিতি অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

আজ শনিবার সকাল ১০ ঘটিকায় বায়হাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের আ‌য়োজ‌নে বায়হাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে  বায়হাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপ‌তি মোঃ শাহজাহান মাদবর সভাপতিত্বে প্রধান অতিথি হিসা‌বে উপস্হিত ছি‌লেন যশলং ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃইসমাইল খান বাবু।

বায়হাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোছাঃছা‌বিয়া সুলতানার সঞ্চালনায়  বিশেষ অতিথি  হিসা‌বে উপস্হিত ছি‌লেন  যশলং ইউনিয়ন পরিষদের সদস‌্য মোঃ সিরাজুল ইসলাম শেখ,মোঃ আমির হোসেন,যশলং ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আয়েশা আক্তার,৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপ‌তি মোঃ মজিবর হাওলাদার ,ডাঃহা‌সেম হা‌সেম মৃধা , স্হানীয় সাংবা‌দিক মোঃ‌লিটন মাহমুদ ।

বায়হাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রাক্তন ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি পরিচিতি অনুষ্ঠানে আ‌রো উপস্হিত ছি‌লেন ,বায়হাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রিয়া বিষয়ক শিক্ষক মোঃশামছুল আলম ,মোঃশামছুল হক বেপারী, মোঃআওলাদ হো‌সেন মৃধা, মোঃ‌মোবারক হো‌সেন মৃধা,আঃ রব শেখ, মোঃআনিসুর রহমান সজল ,মোঃনা‌জিমু‌দ্দিন ছৈয়াল,মোঃকা‌দির ঢা‌লি,মোঃজয়নাল শেখ,‌মোঃসামছুল হক মৃধা,হেলাল উদ্দিন ছৈয়াল ,বিদ্যালয়ের অভিভাবক,এলাকার গন‌্যমান‌্য ব‌্যাক্তিবর্গ ।

এ সময়  প্রধান অতিথি মোঃইসমাইল খান বাবু  বলেন, বিদ্যা যেমন জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম, ঠিক তেমনি খেলাধুলা- বিনোদন হলো দেহমন সুস্থ রাখার মাধ্যম। সমাজ থেকে কুসংস্কার দূর করতে হলে শিক্ষা অর্জনের বিকল্প নেই। দেশ ও জাতির উন্নতি করতে হলে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পড়াশোনার মাধ্যমে তোমাদের ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে। তোমাদের ভবিষ্যৎ জীবন মঙ্গল কামনা করছি।

বায়হাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সভাপ‌তি মোঃফারুক হাসান ও সাধারন সম্পাদক মোঃসাদ্দাম হো‌সেন মনোনীত হন ।