টঙ্গীবাড়ীতে বজ্রপাতে একসাথে ৩ শিশুর মৃত্যু
প্রকাশ : 2022-09-10 18:48:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দুপুর আনুমানিক ২ টার দিকে আচমকাকালবৈশাখী ঝড়ের সময় কৃষি জমিতে শালুক তুলতে গিয়ে (১) রবিউল হাছান,(১২) পিতা মমিন,(২) আলী সানজিদা (৯) পিতা সাইফুল, ( ৩) লামিম (১২) পিতা কামাল নামে ৩ শিশুর আকস্মিক বজ্রপাতে মৃত্যু ঘটে।
এসময় তাদের সাথে থাকা সিফাত(৯) নামের অপর এক শিশু বজ্রপাত থেকে বেঁচে যায়। তবে এসময় তার শরীরের কিছু অংশ পুড়ে যায়।
এস এম ফেরদৌস নামে স্থানীয় এক ব্যক্তি ২টা ১০মিনিটে তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।