টঙ্গীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, তবে চলাচল----
প্রকাশ : 2022-09-28 11:34:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে। টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ খান জানান, চট্টগ্রামগামী মালবাহী কন্টেইনারের একটি বগি ওই রেলপথের মধুমিতা এলাকায় লাইনচ্যুত হয়। এ জন্য আপ লাইনে দুর্ঘটনার পর ছয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হচ্ছে। ইতোমধ্যে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দিলে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করছে।
এদিকে, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ উদঘাটনে রেলওয়ের ভিটিও খায়রুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।