ঝুঁকি নিয়ে চলাচল করছে সান্তাহার রেলওয়ে ষ্টেশনের ফুট ওভারব্রিজে রেল যাত্রীরা

প্রকাশ : 2022-08-01 19:56:02১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঝুঁকি নিয়ে চলাচল করছে সান্তাহার রেলওয়ে ষ্টেশনের ফুট ওভারব্রিজে রেল যাত্রীরা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেল জংশন ষ্টেশন দেশের ঐতিহ্যবাহি ও প্রাচীন ষ্টেশন। এই রেল ষ্টেশনে অবস্থিত ফুট ওভারব্রিজটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বৃটিশ আমলে নির্মিত এই দীর্ঘতম ফুট ওভারব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রচন্ড ঝুঁকি নিয়ে প্রতিদিন কয়েকশত রেল যাত্রীরা এই ওভারব্রিজ দিয়ে চলাচল করছে। এই রেল ষ্টেশনে দুটি ওভারব্রিজ আছে। একটি ব্রড লাইনে ও অন্যটি মিটার গ্রেজে। বর্তমানে ব্রড গ্রেজের সান্তাহার টিকিট ঘরের প্রবেশ মুখের ফুট ওভারব্রিজের অবস্থা করুণ। এখানে ওভারব্রিজের পাঠাতন নষ্ট হয়ে গেছে, কিছু পাঠাতন নেই। অচিরেই এই ওভারব্রিজটি সংস্কার বা পুনঃনির্মান না করলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভবনা আছে।

সান্তাহার ষ্টেশন সূত্রে জানা গেছে, বর্তমানে মুজিব শতবর্শ উপলক্ষে ৬ কোটি ২০ লক্ষ টাকার একটি প্রকল্পের কাজ চলমান আছে। ষ্টেশন উচুকরণ ও প্রশস্তকরণের সেই কাজ প্রায় শেষের পথে। বর্তমানে ষ্টেশনটি মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন ষ্টেশনে পরিনত হয়েছে। প্রতিদিন নানা পেশার, নানা বয়সের মানুষ ষ্টেশনের নির্মাণ কাজ ও ষ্টেশন দেখতে আসেন। 

বর্তমানে সান্তাহার ষ্টেশনটি উচুকরণে করার কারনে রেল যাত্রীদের ফুট ওভারব্রিজ দিয়ে যাতায়াত করতে হয়। তাছাড়া ষ্টেশনের টিকিট ঘরটি ওভারব্রিজের মুখে অবস্থিত। ফলে প্রতিদিন কয়েকশত রেল যাত্রীরা এই ওভারব্রিজটি ব্যবহার করেন। ষ্টেশনের ১.২.৩.৪ নম্বর প্লার্টপর্মের যাত্রীরা এই ফুট ওভারব্রিজ ব্যবহার করেন। বর্তমানে এই ফুট ওভারব্রিজে বেশিরভাগ স্থানে রাতের বেলা বিদ্যুতিক  ব্যবস্থা বিপর্যয়ের কারনে অন্ধকার থাকে।  এ ছাড়া এই ওভারব্রিজে প্রায় সময় হকার ও কিশোর গাংয়ের তৎপরতার দেখা যায়।

সান্তাহার নাগরিক কমিটির সাধারন সম্পাদক গোলাম আম্বিয়া লুলু বলেন, সান্তাহার ষ্টেশনের ফুট ওভার ব্রিজটি সংস্কারের সাথে সাথে এটিকে হকারমুক্ত ও কিশোর গাং মুক্ত করা প্রয়োজন।

সান্তাহার রেল ষ্টেশনের উপ সহকারী প্রকৌশলী (কার্য) আব্দুর রহমান বলেন, সান্তাহার ফুট ওভারব্রিজটির সংস্কার কার্য বিষয়টি আমার দপ্তরের মধ্যে পড়ে না। তারপরও আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর চেষ্টা করবো। 

সান্তাহার জংশন ষ্টেশনের ষ্টেশন মাষ্টার রেজাউল করিম ডালিম বলেন, সান্তাহার ষ্টেশনের ফুট ওভারব্রিজটি সংস্কার বিষয়ে আমি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছি।

বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) সিনিয়র উপ সহকারী প্রকৌশলী (ব্রিজ) (পাকশি) হাসান আলী বলেন, আমরা সান্তাহার রেল ষ্টেশনের ফুট ওভার ব্রিজটি পরিদর্শন করেছি এবং সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে এটি পুনঃনির্মান করার জন্য আবেদন করেছি।