ঝিকুটপত্রের উপদেষ্টা সম্পাদক এড. সোহানা তাহমিনার সাথে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
প্রকাশ : 2024-04-27 19:48:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সিগঞ্জ সদরে শনিবার (২৭ এপ্রিল) বেলা ১ টায় ঝিকুটপত্রের উপদেষ্টা সম্পাদক ও দৈনিক মুন্সিগঞ্জের খবরের সম্পাদক এড. সোহানা তাহমিনার সাথে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করা হয়। এসময় মুন্সিগঞ্জ জেলা রেডক্রিসেন্ট কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হওয়ায় ঝিকুট ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি ফাহাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মহিউদ্দিন, ঝিকুট ফাউন্ডেশনের সদস্য জাহাঙ্গীর, সদস্য আনিস আহমেদ, মুন্সিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট প্রশাসন, সাংগঠনিক ও সদস্য সংগ্রহ বিভাগের প্রধান জাকারিয়া অনিক নাঈম, যুব রেড ক্রিসেন্ট মুন্সিগঞ্জের সদস্য সাদমান জিলাম প্রমুখ।
এসময় ঝিকুট ফাউন্ডেশনের সাম্প্রতিক কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
উল্লেখ্য ঝিকুট ফাউন্ডেশনের যেসব কর্মসূচি পালিত হয়েছে ও চলমান রয়েছে –
১. ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন।
২. সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা শীর্ষক আলোচনা সভা।
৩. সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপিএ ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা।
৪. ঝিকুটপত্র ম্যাগাজিন।
৫. ঝিকুটপত্র অনলাইন পোর্টাল।
৬. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি।
৮. সংগঠক, লেখক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ।
৯. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষা সেমিনার।