ঝগড়া থামাতে গিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
প্রকাশ : 2022-08-24 12:01:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় মধ্যপাড়া গ্রামে বড়ভাইয়ের হাতে খুন হয়েছেন ঠান্ডু মিয়া (৫২) নামে এক ব্যক্তি। মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টায় মারপিট করার কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ঠান্ডু মিয়া ও হত্যাকারী নুরু মিয়া একই গ্রামের কোরবান আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, নুরু মিয়ার স্ত্রী মাজেদা বেগম ছেলে শাহ আলমের সঙ্গে বাড়িতে প্রায়ই ঝগড়া করতেন। ঘটনার দিন অতিষ্ঠ হয়ে নুরু মিয়ার ছোট ভাই ঠান্ডু মিয়া তাতে বাধা দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে নুরু মিয়া তার স্ত্রী ও ছেলে শাহ আলমসহ সহযোগীরা ঠান্ডু মিয়াকে এলোপাথাড়ি লাঠি দিয়ে মারপিট করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গ্রেফতার এড়াতে নুরু মিয়া তার স্ত্রী ও ছেলেসহ সহযোগীদের নিয়ে পালিয়ে যান। সংবাদ পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ব্যাপারে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সোনারায় থেকে ঠান্ডু মিয়া নামের একজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।