জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করতে চায় বাংলাদেশ
প্রকাশ : 2023-09-26 12:15:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
১৫ বছরে বাংলাদেশ সফরে এসে সিরিজ জেতা দূরে থাক, কোনও ম্যাচই জিততে পারেনি নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে। ম্যাচটি জিতলেই ১৫ বছর পর সিরিজ জয়ের স্বাদ পাবে কিউইরা। বাংলাদেশ অবশ্য যে কোনও মূল্যে সিরিজ হার ঠেকাতে চায়। শেষ ম্যাচে অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত জানিয়ে গেছেন, ম্যাচটি জিতে আত্মবিশ্বাস নিয়েই ভারতে যেতে চান তারা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে মঙ্গলবার বেলা ২টায়। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ম্যাচ হেরেছে। মঙ্গলবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ নিয়ে স্বাগতিক দল মাঠে নামবে। এমনিতে দুই দলই মূল একাদশের বাইরের ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমেছে। নিউজিল্যান্ড তাদের মূল একাদশের ব্যাটারদের বাদ দিয়েই বাংলাদেশে এসেছে। অন্যদিকে প্রথম দুই ম্যাচে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও মূল একাদশের বেশিরভাগ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে।
আজ মঙ্গলবার নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল ও লিটন দাসকে ছাড়া বাকিদের ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। পেটের পীড়ার ভুগছেন তাসকিন, তিনি খেলছেন না শেষ ওয়ানডে। আফিফকেও ফেরানো হয়েছে শেষ ম্যাচে। সবমিলিয়ে মুশফিক-মাহমুদউল্লাহ-তাওহীদের পাশাপাশি হাসান মাহমুদ-শরিফুলদের শেষ প্রস্তুতি নেওয়ার সুযোগ এই ম্যাচ। তবে সবকিছু ছাপিয়ে বাংলাদেশ দলের লক্ষ্য ম্যাচ জয়। কিউইদের বিপক্ষে শেষ ম্যাচের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তেমনটাই জানিয়ে গেছেন, ‘যে কোনও সময় জয় খুব গুরুত্বপূর্ণ। সামনে বিশ্বকাপ আছে, এই ম্যাচটা জিততে পারলে দলের পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে। আর যদি হেরেও যাই, তাহলে যে খুব বেশি ওয়ার্ল্ড কাপে প্রভাব পড়বে এটা আমার কাছে মনে হয় না। সো প্রত্যেকটা ম্যাচ আমরা জেতার জন্য খেলি এবং যেই টিমের বিপক্ষে খেলি। আশা করি, ম্যাচটা জয় দিয়ে শেষ করতে পারবো।’
বাংলাদেশের জন্য দুশ্চিন্তার জায়গা টপ অর্ডারের ব্যাটিং। আফগানিস্তান থেকে শুরু করে এশিয়া কাপ, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, কোথাও টপ অর্ডার ভালো করতে পারছে না। শান্ত অবশ্য এই নিয়ে খুব একটা ভাবছেন না, ‘ওয়েদার কন্ডিশনের যে অবস্থা, অবশ্যই টপ অর্ডার ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং। আমার মনে হয়, সেকেন্ড ওয়ানডেতে ২৪ রানে এক উইকেট ছিল। তো ভালো শুরুই পেয়েছিলাম। আমাদের কাজ হল, ভালো শুরু পেয়ে কীভাবে বড় পার্টনারশিপ গড়া- এটাই লক্ষ্য থাকবে। এবং এটা নিয়ে আমরা সবাই কাজ করছি। যারা আমরা ওপরের দিকে ব্যাটিং করবো চেষ্টা থাকবে বড় ইনিংস খেলার।’
২০০৮ সালের পর বাংলাদেশকে হারাতে পারেনি নিউজিল্যান্ড। এমন অবস্থা থেকে বাংলাদেশ এখন সিরিজ হারের শঙ্কায়। শান্ত পুরোনো ইতিহাস মনে রাখতে চান না। তার ভাবনায় কেবল শেষ ম্যাচ জয়, ‘২০০৮-এ কী হয়েছিল, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করার অপশন নেই। মূল যে জিনিসটা হলো, কীভাবে ম্যাচটা আমরা খুব ভালোভাবে শেষ করতে পারি।’
কা/আ