জয়ের জন্মদিন উপলক্ষে মেহেরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : 2022-07-28 19:17:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুর জেলা ছাত্রলীগ সহ-সভাপতি তানভীর আহমেদ এর উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আমদহ প্রাথমিক বিদ্যালয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রওশন আলী টোকন, সহ সভাপতি দুরুদ আলী, আমদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিংকন আলী, আমদহ যুব সংঘের সভাপতি রোকনুজ্জামান বিশ্বাস সহ ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।