জয়পুরহাটে সমলয়ে চাষাবাদের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
প্রকাশ : 2021-06-24 14:44:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
“মুজিব বর্ষের অঙ্গিকার কৃষি হবে দূর্বার” এই শ্লোগানে ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদ এর নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় জয়পুরহাটে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।
বৃহস্পতিবার বেলা ১২ টায় জয়পুরহাট সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে হিচমী মাঠে অনুষ্ঠিত এ মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কায়সার ইকবাল, কৃষি সম্প্রসারণ অফিসার মিশু আক্তার, খোরশেদ আলম, উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার অমোল চন্দ্র, উপ-সহকারী কৃষি অফিসার আছাদুর রহমান তপন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় কৃষক শাহজাহান আলী।
এ সময় অনুষ্ঠানে স্থানীয় কৃষক মনছুর রহমান তার বক্তব্যে জানান, ২০২০-২১ অর্থ বছরে সদর উপজেলার কেমরগ্রাম ব্লকে হিচমী মাঠে ৬৮ জন কৃষকের ৫০ একর জমিতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সমলয়ে বোরো ধান চাষাবাদে ব্যাপক সফলতা পেয়েছেন।
তিনি আরো জানান, এ কর্মসূচীর আওতায় সরকারী সহায়তায় আধুনিক প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি ব্যাবহারের মাধ্যমে শ্রমিক সাশ্রয়ের করে স্বল্প সময়ে সমলয়ে চাষাবাদের ফলে প্রতি বিঘা জমিতে প্রায় ২৮ থেকে ২৯ মন বোরোধান উৎপাদন হয়েছে। যারফলে এই এলাকার কৃষকদের সমবায়ী মনোভাব গড়ে উঠেছে।