জৈন্তাপুরে বাস তল্লাশি করে ৬৫পিছ কম্বল সহ আটক ১
প্রকাশ : 2025-12-14 12:53:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পর্যটকবাহী বাস হতে পর্যটকদের অধিক পরিমানে কম্বল নিয়ে যাত্রা কালে ৬৫পিস ভারতীয় কম্বল সহ ১জনকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর থানার সম্মুখে চেক পোষ্ট বসিয়ে পর্যটকবাহী বাস তল্লাসী চালিয়ে ৬৫ পিছ কম্বল সহ ১জনকে আটক করা হয়। শনিবার বিকাল 8টায় সিলেট-তামাবিল মহাসড়কের থানার সম্মুখে চেকপোষ্ট বসিয়ে পর্যটকবাহী হানিফ পরিবহনের ১টি বাসগাড়ী (ঢাকা-মেট্রো-ব-১৫-১৯৭৭) তল্লাসী করে এসব কম্বল সহ ১জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গোলাকান্দা ইউনিয়নের কুমারটেক গ্রামের ফারুক ভূঁইয়া ছেলে সজীব ভূঁইয়া (২৩)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে চেকপোষ্ট বসিয়ে পর্যটকবাহী বাসগাড়ী তল্লাসী করে ৬৫পিছ কম্বল সহ ১জনকে আটক করা হয়। ১৪ ডিসেম্বর সকালে আটক ব্যক্তিকে বিশেষ ক্ষমতাআইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে। আমাদের অভিযান অভ্যাহত আছে। চোরাচালান রোধে আমরা সর্বদা তৎপর আছি।