জেলেদের জালে সুন্দরবনের কুমির, উপমন্ত্রীর ফোন পেয়ে অবমুক্ত

প্রকাশ : 2022-03-13 10:37:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জেলেদের জালে সুন্দরবনের কুমির, উপমন্ত্রীর ফোন পেয়ে অবমুক্ত

বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকার বগুড়ার খালে জেলের জালে আটকাপড়া একটি কুমির উদ্ধার করে সুন্দরবনের করমজল বন্যশ্রাণী শ্রজনন কেন্দ্রের খালে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় কুমিরটি করমজলে অবমুক্ত করা হয়। 

এরআগে বিকেল সাড়ে ৪টার দিকে মাছ ধরার সময় স্থানীয় জেলে আব্দুল আজিজের জালে কুমিরটি আটকা পড়ে। কুমির ধরা পড়ার বিষয়টি স্থানীয় এমপি এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহারকে জানানো হয়। কুমিরটি দ্রত উদ্ধার করতে তিনি বনবিভাগের সুন্দরবন বিভাগকে নির্দেশ দেন। এরপর সুন্দরবনের করমজল বন্যশ্রাণী শ্রজনন কেন্দ্রের ভারশ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির সন্ধ্যা ৬টায় ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধার করে সুন্দরবনে নিয়ে আসেন। পরে করমজল বন্যশ্রাণী শ্রজনন কেন্দ্রের খালে অবমুক্ত করা হয়।

কুমিরটি চার ফুট লম্বা এবং বয়স আনুমানিক সাত থেকে আট বছর হবে বলে জানান হাওলাদার আজাদ কবির।