জেলা পর্যায়ে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত বাগেরহাটে পরামর্শ ও মতবিনিময সভা

প্রকাশ : 2025-11-20 11:24:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জেলা পর্যায়ে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত বাগেরহাটে পরামর্শ ও মতবিনিময সভা

বাগেরহাটে জেলা পর্যায়ে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত পরামর্শ ও মত বিনিময় সভায় অনুষ্ঠিত।  বুধবার (১৯ নভেম্বর) সকালে শহরের ধানসিঁড়ি হোটেলের কনফারেন্স রুমে জেলা পর্যায়ে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সম্পর্কিত পরামর্শ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মোতাহার হোসেন।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাপের সভাপতি সাংবাদিক সৈয়দ শওকত হোসেন। সভায় বক্তব্য দেন, জেলা ম্যাপ কমিটির সদস্য প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি এস এম রাজ, সাংবাদিক আলী আকবর টুটুল,বাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনজুরুল আহসান মিলন, জেলা মহিলা দলের সভানেত্রী শাহিদ আক্তার, ম্যাপ সদস্য নার্গিস আক্তার লুনা, এ্যডভোকেট মেহেরুন নেছা, সাংবাদিক ইসরাত জাহান, আজাদুল হক, নকিব সিরাজুল ইসলাম নকিব মিজানুর রহমান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন বাগেরহাট জেলা ম্যাপের ম্যাপের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান ।
সভায় কপ ২৯ এর অভিজ্ঞতা বিনিময় করেন সিডি আর এফ আই প্রকল্পের প্রকল্প সমন্বয়ক উপ -নির্বাহী পরিচালক হেলেনা খাতুন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাওসেডের লার্নিং ও অ্যাডভোকেসি অফিসার বাহালুল আলম। কপ ২৯-এ পূর্ববর্তী ও কপ চলাকালীন সময়ে অ্যাওসেড এর অংশগ্রহণ ও অর্জন বিষয়ে ও জলবাযু পরিবর্তনের দায় ও আমাদের ঝুঁকি বিষয়ে আলোচনা করেন বাগেরহাট ম্যাপের সদস্য ক্যাপ সভাপতি সাংবাদিক বাবুল সরদার। আলোচকরা আরো বলেন, যে কোন নীতি গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর অভিমত গুরুত্বপূর্ণ। ভুক্তভোগী ও সংকটাপন্ন মানুষ কি ভাবে তাদের ক্ষতি পুষিয়ে উঠবেন বা কি ভাবে ক্ষতিপূরণ পেতে পারেন; তার সুস্পষ্ট ব্যবস্থাপনা থাকতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশী ও আন্তর্জাতিক আইন-নীতিমালাগুলোর সমন্বয় করতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ভাবে এসব কাজে সম্পৃক্ত হতে হবে। সভার শুরুতে আসন্ন (cap 30) ক্যাপ থার্টি সম্মেলনে জলবায়ু সংবেদনশীল দেশগুলোর দাবি বিশ্ববাসীর কাছে শক্তভাবে তুলে ধরার লক্ষ্যে সবাই উপস্থিত অংশগ্রহণকারীরা একটি মানববন্ধনের আয়োজন করেন।