জেলা পরিষদের সদস্য নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন জলিল

প্রকাশ : 2022-09-14 18:42:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জেলা পরিষদের সদস্য নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন জলিল

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মোংলা উপজেলা থেকে সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিলেন যুব লীগ নেতা আলহাজ¦ আব্দুল জলিল শিকদার। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমানের হাতে এ মনোনয়ন পত্র দাখিল করে। 

এ সময় মোংলা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও মোংলা উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, মোংলা পৌরসভা ০১ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুব লীগের সভাপতি মোঃ কবির হোসেন, ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম, ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর জি এম আলামিন, ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মজনু গাজী, বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উদয় সংকর বিশ্বাস, মিঠাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু উৎফল কুমার মন্ডল, পৌর যুব লীগের সাধারন সম্পাদক শেখ আল মামুন, মোংলা উপজেলা ছাত্র লীগের সভাপতি শিকদার ইয়াছীর আরাফাতসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, জেলা পরিষদ নির্বাচনে আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ। ১৪ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ০১ জন, সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ০১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ আগামী ১৮ সেপ্টেম্বর। ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১০৩৬ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান।