জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে সিরাজদিখানে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

প্রকাশ : 2025-09-26 18:46:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে সিরাজদিখানে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার উপজেলা শাখার উদ্যোগে বেলা ১১টায় সিরাজদিখান গোয়ালবাড়ি মোড়, (ইউএনও পার্ক) সিরাজদিখান ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মোড় বাস স্ট্যান্ড মোড়ে এসে সমাবেশে মিলিত হয় । ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোাগানে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ এ.কে.এম ফকরুদ্দীন রাজী ।

এসময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা জামায়েত ইসলামী সাবেক আমীর আব্দুল আউয়াল জিহাদী,মুন্সীগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য এইচ এম বায়োজীদ, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মুন্সীগঞ্জ সেক্রেটারী মোঃ মুজিবর রহমান, সিরাজদিখান উপজেলা জামায়েত ইসলামী আমীর মাওলানা কবির হোসেন, সিরাজদিখান উপজেলা জামায়েতের সেক্রেটারী মোঃ ওয়াসিম মিয়া, মালখানগর ইউনিয়ন  জামায়েতের সভাপতি  মাওলানা মহিউদ্দিন মুরাদী, মালখানগর ইউনিয়ন  জামায়েতের সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সিরাজদিখান উপজেলা সেক্রেটারী মাওলানা মনির হোসেন, রশুনীয়া ইউনিয়ন জামাত ইসলামী আমীর আব্দুল আলী, ইছাপুরা ৪নং ওয়ার্ড সদস্য শরীফ প্রধানসহ  নেতৃবৃন্দ । পরে একই স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা অভিযোগ করেন, পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার  প্রস্তুতি, যা জনগণ আর কখনও মেনে নেবে না। দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেনো কোন দল বা গোষ্ঠী ফ্যাসিস্টরুপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে। পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

উল্লেখ্য এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে দলটি।

জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।