জীবন কুমারের আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশ : 2022-06-20 14:15:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জীবন কুমারের আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই গ্রামের জীবন কুমারের আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২০ জুন) বেলা ১১ টায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারে এলাকাবাসী এ মানববন্ধন করে। 

প্রকাশ থাকে যে, স্ত্রী আরতী রাণী ও সম্বন্ধী বিরেশ্বর চন্দ্র কৌশলে জীবন কুমারের সম্পত্তি দলিল করে নেয় এবং সাড়ে ৪ লাখ টাকা আত্মসাত করে। যে কারণে গত ১১ জুন বেলা আনুমানিক ১১ টারদিকে জীবন কুমার সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খায়। পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তাকে দ্রুত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আনুমানিক ২ টারদিকে তার মৃত্যু ঘটে। এলাকাবাসী জানিয়েছে, জীবন কুমারের স্ত্রী আরতী রাণী ও সম্বন্ধী বিরেশ্বর চন্দ্র সম্পত্তি এবং অর্থ লোভী। তারা কৌশলে জীবন কুমারের সম্পত্তি দলিল করে নেওয়াসহ সাড়ে ৪ লাখ টাকা আত্মসাত করায় অভিমান করে জীবন কুমার আত্মহত্যা করে।