জিআই স্বীকৃতি পেল যশোরের খেজুরের গুড়সহ আরও ৩ পণ্য

প্রকাশ : 2024-02-15 18:31:53১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জিআই স্বীকৃতি পেল যশোরের খেজুরের গুড়সহ আরও ৩ পণ্য

যশোরের খেজুরের গুড়সহ দেশের আরও ৩টি পণ্যকে ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয়। অন্য পণ্য দুটি হলো—রাজশাহীর মিষ্টি পান ও জামালপুরের নকশিকাঁথা।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) পণ্যগুলোকে জিআই স্বীকৃতি দিয়ে জার্নাল প্রকাশ করে। এ নিয়ে বাংলাদেশে অনুমোদিত মোট জিআই পণ্যের সংখ্যা দাঁড়িয়েছে ৩১টি। শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১২ ফেব্রুয়ারি ৪টি পণ্যকে জিআই হিসেবে অনুমোদন দেওয়া হয়। এসব পণ্য হলো— রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর ও আগর আতর এবং মুক্তগাছার মণ্ডা। এর কিছুদিন আগে টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃতসাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় শিল্প মন্ত্রণালয়।