জামায়াতের আয়োজনে কাউনিয়ায় ঐতিহাসিক বদর দিবস পালন
প্রকাশ : 2025-03-18 18:48:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা জামে মসজিদের সামন থেকে একটি র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বালিকা বিদ্যালয় মোড়ে পথ সভায় বক্তব্য রাখেন, বালাপাড়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন, শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার,থানা শিবির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বালাপাড়া শিবির সভাপতি সাগর আহমেদ, শিবিরের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রমূখ।