জামালপুর সদর উপজেলায় দুম্বার মাংস বিতরণ
প্রকাশ : 2024-12-08 18:25:00১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জামালপুর সদর উপজেলা প্রশাসনের মাধ্যমে সদর উপজেলার বিভিন্ন কওমী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরব থেকে উপহার হিসেবে আসা দুম্বার মাংস বিতরণ করা হয়েছে।
রোববার (৮ডিসেম্বর) ও শনিবার (৭ডিসেম্বর) জামালপুর সদর উপজেলার বানিয়া বাজার বায়তুন নূর কওমী মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইনআমিয়া ইসলামিয়া কওমী মাদ্রাসা, মারকাজু উলুমিন আম্বিয়া কওমী মাদ্রাসা, অপরাজেয় বাংলাদেশ, উপজেলায় আগত বীরমুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থদের মাঝে এই দুম্বার মাংস বিতরণ করা হয়।
এ বিষয়ে মারকাজু উলুমিন আম্বিয়া কওমী মাদ্রাসার মুহ্তামিম মোহাম্মদ সাইফুল ইসলাম আজাদী বলেন, আমাদের মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে দুম্বার মাংস প্রদান করা হয়েছে। এতে আমাদের শিক্ষার্থীরা খুবই আনন্দিত হয়েছে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি বলেন, এ বছর উপজেলায় যে পরিমাণ দুম্বার মাংস বরাদ্দ দেওয়া হয়েছে তার বেশিরভাগই বিভিন্ন মাদ্রাসা-এতিমখানা ও অপরাজেয় বাংলাদেশ সহ বিভিন্ন এনজিও সংস্থায় বিতরণ করা হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অসহায় গরীব মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।