জামালপুরে ৫৮ হাজার নকল ব্যান্ডরোলসহ গ্রেফতার-২
প্রকাশ : 2025-05-01 19:13:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

জামালপুরে ৫৮ হাজার নকল ব্যান্ডরোল সহ রশিদা বিড়ির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে-জামালপুর শহরের মুকুন্দবাড়ির ইদ্রিস এন্ড কোঃ (প্রাঃ) লিমিটেডের ৩০ নং রসিদা বিড়ি কোমরপানীর ব্যবস্থাপক মোঃ সেলিম রেজা (৩৮) ও ক্যাশিয়ার মোঃ নূর আনোয়ার (৩৫)।
জামালপুর জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার সন্ধ্যায় জামালপুর-শেরপুর সড়কের ডাকপাড়া এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় ডিবি পুলিশ একটি সিএনজিতে তল্লাসী চালায়। এ সময় ৫৮ হাজার নকল ব্যান্ডরোলসহ তাদের আটক করেছে।
এ নকল ব্যান্ডরোল পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। আটককৃতরা পুলিশি জিজ্ঞাস্য বাদে জানিয়েছে, রশিদা বিড়ি কোম্পানী দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল লাগিয়ে বিড়ি বাজারজাত করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।
নকল ব্যান্ডরোলের ব্যবহার সরকারি রাজস্বের উপর মারাত্মক ক্ষতি সাধন করে, যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।