জামালপুরে ৩,৪০০ পিচ ইয়াবাসহ নারী আটক

প্রকাশ : 2025-11-16 17:48:02১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জামালপুরে ৩,৪০০ পিচ ইয়াবাসহ নারী আটক

জামালপুরে প্রায় সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ সালেহা বেগম নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী মোহনা এক্সপ্রেস বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৪শ পিস ইয়াবাসহ সালেহা বেগম নামের এক নারীকে আটক করা হয়।

ধৃত সালেহা বেগম শহরের মুসলিমাবাদ এলাকার আব্দুল সামাদের স্ত্রী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আবদুল হালিম রাজ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বাসে অভিযান পরিচালনা করে তিন হাজার চার শত পিস ইয়াবা সহ সালেহা বেগমকে আটক করে। এ সময় সালেহা বেগম তার পায়ের সাথে বিশেষ কায়দায় ইয়াবা পাচার করছিলেন।

এর আগে সদর থানা পুলিশ ২২ হাজার পিস ইয়াবার চালানসহ স্বামী স্ত্রীকে আটক করে। তারা দুজন সালেহা বেগমের মেয়ে ও মেয়ের স্বামী। মাদক ব্যবসার সাথে জড়িত সবাইকে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সালেহাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।