জামালপুরে রাজিব বাস-অটোর সংঘর্ষে অটোযাত্রী নিহত, বাসে বিক্ষুব্ধ জনতার আগুন

প্রকাশ : 2025-03-02 18:44:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

জামালপুরে রাজিব বাস-অটোর সংঘর্ষে অটোযাত্রী নিহত, বাসে বিক্ষুব্ধ জনতার আগুন

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর আলম চেয়ারম্যানের বাড়ী সংলগ্ন স্থানে রাজিব বাসের সাথে বেটারি চালিত অটোর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন অটোযাত্রী ঘটনাস্থলেই মারা গেছে। নিহতের নাম আবুল কাশেম (৩৫)। তার বাড়ী শরিফপুর ইউনিয়নের হরিপুর গ্রামে। সে ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।আজ রোববার ২ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় যারা আগত হয়েছেন তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।  সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর পরই বিক্ষুব্ধ লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে রাজিব পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মুর্হুতের মধ্যে বাসটি দাউ দাউ করে ভস্মিভুহ হয়। খবর পেয়ে দুই দফায় ফায়ার সার্ভিসের লোকজন বাসের আগুন নেভাতে সহায়তা করে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনায় পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বাসে আগুন দেওয়ার প্রতিবাদে বেলা ১১টার দিকে শহরের ফেরিঘাট এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা। এতে প্রায় এক ঘণ্টা সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।